ব্লগ,ইন্টারনেট,টিভি এইসব এ ইসলাম শিক্ষা যায় না। ইসলাম শিক্ষতে হবে হাক্কানি আলেমদের সহবত এ গিয়ে। এইসব এ যা শিক্ষা যাবে তা সাধারণত আমলে আশে না। আর আমল ছাড়া এলেম এ কোন লাভ নাই। আমার ব্লগ ওই সব ভাই দের জন্য যারা আলেমদের সহবত এ আছেন কিন্ত বেশি সময় দিতে পারেন না আর প্রবাসী ভাইদের জন্য । তারা যেন আলেমদের কিছু গুরুত্বপূর্ণ কথা সহজে পেয়ে যায় ।____________________________________________________________________________________________________________________________মোহাম্মাদ আল ইমরান
Sunday, 10 November 2013
জান্নাতের আশা
“যে ব্যক্তি জান্নাতের আশা করে না, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না এবং যে ব্যক্তি জাহান্নামকে ভয় করে না, সে জাহান্নাম থেকে মুক্তি পাবে না।” অন্তরের ভেতর সত্যিকার ভয় থাকলে, অঙ্গ-প্রতঙ্গ থেকে খালেস আমল বেড়িয়ে আসে। হযরত হাসান বসরী (রহ:)
No comments:
Post a Comment