Saturday, 16 November 2013

কিছু বাণী

কিছু বাণী
~~~~ ~~~~
১.গুনাহ যদি করতেই চাও,তাহলে ততটুকুই কর,
যে পরিমাণ আযাব ভোগ করার ক্ষমতা তোমার আছে ।

২.তুমি দুনিয়ার সব কিছু পেয়েছ কিন্তু আল্লাহকে পাওনি, 

  তবে তুমি কিছুই পাওনি ।
৩.তিন বস্তু মানুষকে ধ্বংস করে থাকে, 

লোভ হিংসা ও অহংকার ।
৪.নামাজে মন সামলাও মসজিদে বাক্য সামলাও,
ক্রোধে হাত সামলাও আহারে পেট সামলাও ।

No comments:

Post a Comment