পবিত্র জুম’আর দিনের ফযীলত সম্পর্কে জেনেনিন :--------
"হযরত আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত।
রাসূলুল্লাহ (সা) জুমু’আর কথা প্রসঙ্গে বললেনঃ এর মধ্যে এমন একটি সময় আছে, যদি মুসলিম বান্দা সেটি পেয়ে যায় এবং সে নামায পড়তে থাকে, আল্লাহর কাছে সে যদি কিছু চায়, তাহলে আল্লাহ নিশ্চিত তা দেন।
এ কথা বলে তিনি স্বীয় হাত দ্বারা ইঙ্গিত করলেন, সে মূহূর্ত টি খুবই সংক্ষিপ্ত।"
(বুখারীঃ-৯৩৫, মুসলিমঃ-৮৫২)
"হযরত আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত।
রাসূলুল্লাহ (সা) জুমু’আর কথা প্রসঙ্গে বললেনঃ এর মধ্যে এমন একটি সময় আছে, যদি মুসলিম বান্দা সেটি পেয়ে যায় এবং সে নামায পড়তে থাকে, আল্লাহর কাছে সে যদি কিছু চায়, তাহলে আল্লাহ নিশ্চিত তা দেন।
এ কথা বলে তিনি স্বীয় হাত দ্বারা ইঙ্গিত করলেন, সে মূহূর্ত টি খুবই সংক্ষিপ্ত।"
(বুখারীঃ-৯৩৫, মুসলিমঃ-৮৫২)
No comments:
Post a Comment