Friday, 3 January 2014

রাস্তার কতিপয় হক


রাস্তার কতিপয় হক:

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, তোমরা রাস্তার হক প্রদান করো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, রাস্তার হক কী? তিনি বললেন:
غضُّ البصرِ، وكفُّ الأذى, وردُّ السلامِ ، والأمرُ بالمعروفِ ، والنهي عن المنكرِ

-চোখ নিচু রাখা।
-কাউকে কষ্ট না দেয়া।
-সালামের উত্তর দেয়া।
-ভালো কাজের আদেশ দেয়া
-মন্দ কাজে নিষেধ করা।

(বুখারী/৬২২৯ ও মুসলিম/২১২১)

No comments:

Post a Comment