Saturday, 10 May 2014

রজব মাসের দু'আ

রজব মাস শুরু হলেই প্রিয় নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম এই দু‘আ খুব বেশী করে পড়তেন:
اَللّهُمَّ بَارِكْ لَنَا فِى رَجَبَ وَ شَعْبَانَ وَ بَلِّغْنَا رَمَضَان
অর্থ: হে আল্লাহ! আপনি আমাদেরকে রজব ও শাবান মাসে বরকত দান করুন এবং রমযান পর্যন্ত আমাদের হায়াত দীর্ঘ করুন। (বায়হাকী ফী দাওয়াতিল কাবীর, খ. ২, পৃ. ১৪২, হাদীস নং ৫২৯)

No comments:

Post a Comment