Monday, 28 October 2013

জুম্‘আর নামাযের উদ্দেশ্যে ৬ টি কাজ করতে হবে

জুম্‘আর নামাযের উদ্দেশ্যে ৬ টি কাজ করতে হবে -

১. জুম্‘আর নামাযের উদ্দেশ্যে গোসল করা । 

২. আযানের পূর্বেই মসজিদে রওনা হওয়া। 

৩. পায়ে হেঁটে মসজিদে যাওয়া। 

 ৪. ঈমাম সাহেবের কাছাকাছি বসা অর্থাৎ স্থান পেলে ১ম কাতারে নতুবা ২য় কাতারে বসা। 

৫. উভয় খুতবা মনযোগ সহকারে শুনা। 

৬. খুতবার সময় কোন কথা বা কাজ না করা। ফায়দা : প্রত্যেক কদমে ১ বৎসর নফল রোজার ও ১ বৎসর নফল নামাযের সাওয়াব পাওয়া যাবে। ( তিরমিযী-পৃষ্ঠা: ১৩১.হাদীস নং: ৪৯২)(বিঃদ্রঃ বিস্তারিত নবীজী সুন্নত বই এর পৃষ্ঠা: ৪০)

No comments:

Post a Comment