ব্লগ,ইন্টারনেট,টিভি এইসব এ ইসলাম শিক্ষা যায় না। ইসলাম শিক্ষতে হবে হাক্কানি আলেমদের সহবত এ গিয়ে। এইসব এ যা শিক্ষা যাবে তা সাধারণত আমলে আশে না। আর আমল ছাড়া এলেম এ কোন লাভ নাই। আমার ব্লগ ওই সব ভাই দের জন্য যারা আলেমদের সহবত এ আছেন কিন্ত বেশি সময় দিতে পারেন না আর প্রবাসী ভাইদের জন্য । তারা যেন আলেমদের কিছু গুরুত্বপূর্ণ কথা সহজে পেয়ে যায় ।____________________________________________________________________________________________________________________________মোহাম্মাদ আল ইমরান
Monday, 28 October 2013
হযরত আবু বকর (রাঃ)
''যে তোমার সাথে শত্রুতা করে তাকেও ভালবাসো ! যে তোমাকে কস্ট দেয় তার জন্যও দু'আ করো! চেয়ে দেখো, সৃষ্টিকর্তা সূর্যের আলো ভালোমন্দ সকলের জন্যই অবধারিত রেখেছেন । পাপী ও পূণ্যবান সকলের জন্যই তিনি বৃষ্টি বর্ষিত করছেন'' ___ হযরত আবু বকর (রাঃ)
No comments:
Post a Comment