Monday, 28 October 2013

ফজরের নামাজ

ফজরের নামাজ
না পড়লে আমাদের
চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে।
যোহরের নামাজ না পড়লে রুজির
বরকত
হবে না।
আসরের নামাজ
না পড়লে শক্তি কমে যাবে।
মাগরিবের নামাজ
না পড়লে সন্তানাদি কোনো উপকারে
আসবে
এশার নামাজ না পড়লে নিদ্রায়
পরিতৃপ্তি হবে না।
ණ হে আল্লাহ! আমাদের পাঁচ ওয়াক্ত
নামাজ
আদায় করার তৌফিক দান কর...।
আমিন!

No comments:

Post a Comment