Monday, 28 October 2013

কুরবানী করার মর্যাদা

কুরবানী করার মর্যাদা:
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:ঃ
ﻣﺎ ﻋﻤﻞ ﺍﺑﻦُ ﺁﺩﻡَ ﻣﻦ ﻋﻤﻞ ﻳﻮﻡَ ﺍﻟﻨﺤﺮِ
ﺃﺣﺐَّ ﺇﻟﻰ ﺍﻟﻠﻪِ ﻋَﺰَّ ﻭَﺟَﻞَّ ﻣﻦ ﻫﺮﺍﻗﺔِ ﺩﻡٍ
‘কুরবানীর দিন রক্ত প্রবাহের চেয়ে (কুরবানীর পশু
জবেহ করার চেয়ে) বনী আদমের এমন কোন আমল
নাই যা আল্লাহর নিকট অধিক প্রিয়।
(মিশকাত, কুরবানী অধ্যায়, প্রথম অনুচ্ছেদ, হাদীস
নং ১৪৭০, শামেলা,
আল্লামা আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন।)
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
নিজে কুরবানী করেছেন এবং কুরবানী করার জন্য
উৎসাহিত করেছেন। তাই
আমরা কুরবানী করবো আল্লাহ সুন্তুষ্টি অর্জনের
উদ্দেশ্যে। আল্লাহ কবুল করুন।

No comments:

Post a Comment