আযানের
শেষে প্রথমে দরূদ শরীফ পড়ে এ দূ’আ পড়বে-
اللهم رب هذه الدعوة التامة والصلوة القائمة ات سيدنا محمدن الوسيلة والفضلة وابعثه مقاما محمودان الذى وعدته انك لا تخلف الميعاد-
অর্থ : হে পরিপূর্ণ দাওয়াত (তথা আযান) ও নামাযের মালিক আল্লাহ! মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসীলা ও উচ্চ মর্যাদা দান করুন এবং তাঁকে মাকামে মাহমুদে আসীন করুন, যার ওয়াদা আপনি তাঁর সাথে করেছেন। নিশ্চয়ই আপনি ওয়াদা ভঙ্গ করেন না।
(বুখারী, ১ : ৮৬/ মুসলিম, ১ : ১৬৬/ বাইহাকী, ১ : ৪১০)
৭. পাঁচ ওয়াক্ত ফরয নামাযের পর পড়ার দূ’আসমূহ-
৩ বার استغفر الله الذى لا اله الا هو الحي القيوم واتوب اليه
(ইবনুস সুন্নী, ১২০)
(২) ১ বার اية الكرسى
(আসসুনানুল কুবরা নাসাঈ, ৬ : ৩০/ ইবনুস্ সুন্নী, ১১০)
(৩) تسبيح فاطمى অর্থাৎ ৩৩ বার, سبحان الله
৩৩ বার الحمد لله
৩৪ বার الله اكبر
(মুসলিম, ১ : ২১৯)
(৪) ফজর ও মাগরিবের পর কথা বলার পূর্বে ৭ বার اللهم اجرنى من النار
(আবু দাউদ, ২ : ৬৯৩/ ইবনুস সুন্নী, ১২২)
(৫) ফজর ও মাগরিবের পর পড়বে-৩ বার اعوذ بالله السميع العليم من الشيطان الرجيم
পড়ে, বিসমিল্লাহ পড়ার পর ১ বার سورة الحشر-এর শেষ ৩ আয়াত পড়বে।
(তিরমিযী, ২ : ১২০)
বি. দ্র. লম্বা দূ’আসমূহ ফরয নামাযের পরে সুন্নাত না থাকলে ফরযের পরই পড়বে, আর সুন্নাত থাকলে সুন্নাত পড়ার পর পড়বে
اللهم رب هذه الدعوة التامة والصلوة القائمة ات سيدنا محمدن الوسيلة والفضلة وابعثه مقاما محمودان الذى وعدته انك لا تخلف الميعاد-
অর্থ : হে পরিপূর্ণ দাওয়াত (তথা আযান) ও নামাযের মালিক আল্লাহ! মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসীলা ও উচ্চ মর্যাদা দান করুন এবং তাঁকে মাকামে মাহমুদে আসীন করুন, যার ওয়াদা আপনি তাঁর সাথে করেছেন। নিশ্চয়ই আপনি ওয়াদা ভঙ্গ করেন না।
(বুখারী, ১ : ৮৬/ মুসলিম, ১ : ১৬৬/ বাইহাকী, ১ : ৪১০)
৭. পাঁচ ওয়াক্ত ফরয নামাযের পর পড়ার দূ’আসমূহ-
৩ বার استغفر الله الذى لا اله الا هو الحي القيوم واتوب اليه
(ইবনুস সুন্নী, ১২০)
(২) ১ বার اية الكرسى
(আসসুনানুল কুবরা নাসাঈ, ৬ : ৩০/ ইবনুস্ সুন্নী, ১১০)
(৩) تسبيح فاطمى অর্থাৎ ৩৩ বার, سبحان الله
৩৩ বার الحمد لله
৩৪ বার الله اكبر
(মুসলিম, ১ : ২১৯)
(৪) ফজর ও মাগরিবের পর কথা বলার পূর্বে ৭ বার اللهم اجرنى من النار
(আবু দাউদ, ২ : ৬৯৩/ ইবনুস সুন্নী, ১২২)
(৫) ফজর ও মাগরিবের পর পড়বে-৩ বার اعوذ بالله السميع العليم من الشيطان الرجيم
পড়ে, বিসমিল্লাহ পড়ার পর ১ বার سورة الحشر-এর শেষ ৩ আয়াত পড়বে।
(তিরমিযী, ২ : ১২০)
বি. দ্র. লম্বা দূ’আসমূহ ফরয নামাযের পরে সুন্নাত না থাকলে ফরযের পরই পড়বে, আর সুন্নাত থাকলে সুন্নাত পড়ার পর পড়বে
৩৪.
মাগরিবের আজানের সময় পড়বে-
اللهم هذا اقبال ليلك وادبار نهارك واصوات دعاتك فاغفرلى
অর্থ : হে আল্লাহ! এখন আপনার রাত্রির আগমন ও দিনের গমন এবং আপনার প্রতি আহ্বানকারী মুআযযিনের ধ্বনির (আযানের) সময়। সুতরাং আপনি আমাদেরকে ক্ষমা করে দিন।
(মুসতাদরাকে হাকিম, ১ : ৩১৪)
اللهم هذا اقبال ليلك وادبار نهارك واصوات دعاتك فاغفرلى
অর্থ : হে আল্লাহ! এখন আপনার রাত্রির আগমন ও দিনের গমন এবং আপনার প্রতি আহ্বানকারী মুআযযিনের ধ্বনির (আযানের) সময়। সুতরাং আপনি আমাদেরকে ক্ষমা করে দিন।
(মুসতাদরাকে হাকিম, ১ : ৩১৪)
No comments:
Post a Comment