Wednesday, 2 April 2014

আযানের দূ’আ

আযানের শেষে প্রথমে দরূদ শরীফ পড়ে এ দূ’আ পড়বে-
اللهم رب هذه الدعوة التامة والصلوة القائمة ات سيدنا محمدن الوسيلة والفضلة وابعثه مقاما محمودان الذى وعدته انك لا تخلف الميعاد-
অর্থ : হে পরিপূর্ণ দাওয়াত (তথা আযান) ও নামাযের মালিক আল্লাহ! মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসীলা ও উচ্চ মর্যাদা দান করুন এবং তাঁকে মাকামে মাহমুদে আসীন করুন, যার ওয়াদা আপনি তাঁর সাথে করেছেন। নিশ্চয়ই আপনি ওয়াদা ভঙ্গ করেন না।
(বুখারী, ১ : ৮৬/ মুসলিম, ১ : ১৬৬/ বাইহাকী, ১ : ৪১০)
৭. পাঁচ ওয়াক্ত ফরয নামাযের পর পড়ার দূ’আসমূহ-
৩ বার استغفر الله الذى لا اله الا هو الحي القيوم واتوب اليه

(ইবনুস সুন্নী, ১২০)
(২) ১ বার اية الكرسى

(আসসুনানুল কুবরা নাসাঈ, ৬ : ৩০/ ইবনুস্‌ সুন্নী, ১১০)
(৩) تسبيح فاطمى অর্থাৎ ৩৩ বার, سبحان الله

৩৩ বার الحمد لله

৩৪ বার الله اكبر

(মুসলিম, ১ : ২১৯)
(৪) ফজর ও মাগরিবের পর কথা বলার পূর্বে ৭ বার اللهم اجرنى من النار

(আবু দাউদ, ২ : ৬৯৩/ ইবনুস সুন্নী, ১২২)
(৫) ফজর ও মাগরিবের পর পড়বে-৩ বার اعوذ بالله السميع العليم من الشيطان الرجيم

পড়ে, বিসমিল্লাহ পড়ার পর ১ বার سورة الحشر-এর শেষ ৩ আয়াত পড়বে।

(তিরমিযী, ২ : ১২০)
বি. দ্র. লম্বা দূ’আসমূহ ফরয নামাযের পরে সুন্নাত না থাকলে ফরযের পরই পড়বে, আর সুন্নাত থাকলে সুন্নাত পড়ার পর পড়বে

৩৪. মাগরিবের আজানের সময় পড়বে-
اللهم هذا اقبال ليلك وادبار نهارك واصوات دعاتك فاغفرلى
অর্থ : হে আল্লাহ! এখন আপনার রাত্রির আগমন ও দিনের গমন এবং আপনার প্রতি আহ্বানকারী মুআযযিনের ধ্বনির (আযানের) সময়। সুতরাং আপনি আমাদেরকে ক্ষমা করে দিন।
(মুসতাদরাকে হাকিম, ১ : ৩১৪)

No comments:

Post a Comment