Thursday, 10 April 2014

উম্মতে মুহাম্মাদী

“হে (উম্মতে মুহাম্মাদী) মুমিনগণ! ‘তোমরা অন্যান্য সকল উম্মত থেকে উৎকৃষ্ট- এমন এক জামা’আত, যে জামা’আতকে সকল মানুষের কল্যাণের জন্য পাঠানো হয়েছে । (তোমাদের কল্যাণ সাধনের পদ্ধতি এই হবে যে,) তোমরা নেক কাজের হুকুম করতে থাকবে এবং শরীয়ত বিরোধী কাজ থেকে বাধা প্রদান করতে থাকবে । আর (এভাবে) তোমরা নিজেদের ঈমান মজবুত করতে প্রয়াসী হবে।’ (সূরাহ আল-ইমরান-১১০)

No comments:

Post a Comment