Monday, 28 July 2014

কাদের জন্য ঈদ ?

ঈদের দিন । 
সকালবেলা,

হযরত উমার (রাযি.) কে খুঁজে পাওয়া যাচ্ছে না ।

নাহ, তিনি কোথাও নেই ।
সবাই খুঁজে খুঁজে ক্লান্ত ।

খুঁজতে খুঁজতে তাঁকে পাওয়া গেল মসজিদে ।

তিনি মুনাজাতরত অবস্থায় কাঁদছেন , অঝোরে কাঁদছেন ।

মুনাজাত শেষ হলে সবাই জিজ্ঞেস করলো , "হে আমিরুল মু'মিনীন, আপনি কাঁদছেন কেন, আজকে তো খুশির দিন"

তিনি জবাব দিলেন, "আজকে তো তাদের জন্য খুশি, যাদের গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন । 

আমি তো জানি না আমার গুনাহগুলো ক্ষমা করা হয়েছে কি না"

No comments:

Post a Comment