হাফেয ইবনে তাইমিয়্যা (রহঃ) এর যুগে যখন রাফেজীরা (শিয়া) হযরত উমর (রাঃ) এর
উপর এই অভিযোগ উত্থাপন করেছিল যে, তিনি ২০ রাকাআত তারাবীহ চালু করে বিদ'আত
সৃষ্টি করেছেন, তখন ইবনে তাইমিয়্যা (রহঃ) তখন উমর (রাঃ) এর বিরুদ্ধে রাফেজীদের এই অভিযোগের জবাবে লিখেছিলেন--
-------------------------------------------------------------
"যদি হযরত উমর (রঃ) ২০ রাকাআত তারাবীহ চালু করে খারাপ আমলই শুরু করতেন, তবে হযরত আলী (রাঃ) অবশ্যই তার খিলাফতের যুগে এই খারাপ আমলটিকে বন্ধ করে দিতেন। অথচ, হযরত আলী (রাঃ) এর খিলাফতের যুগে তিনিও কুফাতে ২০ রাকাআত পড়তেন। রমজান মাসে হযরত আলী (রাঃ) বলতেন, হে আল্লাহ! আপনি হযরত উমর (রাঃ) এর কবরকে তেমনিভাবে আলোকিত করুন, যেভাবে তিনি আমাদের মসজিদ গুলোকে আমাদের জন্য আলোকিত করেছেন।"
(মিনহাজুল সুন্নাহঃ ২/২২৪)
-------------------------------------------------------------
"যদি হযরত উমর (রঃ) ২০ রাকাআত তারাবীহ চালু করে খারাপ আমলই শুরু করতেন, তবে হযরত আলী (রাঃ) অবশ্যই তার খিলাফতের যুগে এই খারাপ আমলটিকে বন্ধ করে দিতেন। অথচ, হযরত আলী (রাঃ) এর খিলাফতের যুগে তিনিও কুফাতে ২০ রাকাআত পড়তেন। রমজান মাসে হযরত আলী (রাঃ) বলতেন, হে আল্লাহ! আপনি হযরত উমর (রাঃ) এর কবরকে তেমনিভাবে আলোকিত করুন, যেভাবে তিনি আমাদের মসজিদ গুলোকে আমাদের জন্য আলোকিত করেছেন।"
(মিনহাজুল সুন্নাহঃ ২/২২৪)
No comments:
Post a Comment